BRAKING NEWS
আমাদের ব্লগ সাইটটি একেবারে নতুন সিস্টেম আপডেটের কাজ চলছে প্রতিদিন নিত্য নতুন টিউন পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

Friday, 29 March 2019

ইউএসবি(USB) কি?USB সম্পর্কে বিস্তারিত

ইউএসবি(USB) কি?USB সম্পর্কে বিস্তারিত।


( Universal Series Bus) ইউনিভার্সেল সিরিজ বাস ডিভাইস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউএসবি।বিভিন্ন ডিভাইস যেমন মোবাইল প্রিন্টার স্ক্যানার কিবোর্ড মাউস সহ অন্যান্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইস কানেকশন
দেওয়ার জন্য এটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়।
বর্তমান সময়ে মোবাইল ফোন চার্জ দিতে ও এটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে।

1998 সালে7 টা কোম্পানি মাইক্রোসফটের কমপ্যাক ডিসিএল এনএসি এবং আইবিএম একসাথে ইউএসবি তৈরি ও উন্নয়নের জন্য একত্রে কাজ করে।অজয় ভাত নামে ইন্টেলের একজন কম্পিউটার আর্কিটেকচার টিমের সহযোগিতায় ইউএসবি তৈরি করে যেটি 1995 সালে ইন্টেল এর মাধ্যমে বাজারে আসে।

তবে আগে থেকে কিছু ইউএসবি থাকলেও ইউএসবি
1.0 সর্ব প্রথম 1996সালের জানুয়ারি মাসে রিলিজ হয় এবং যার ডাটা পারাপারের গতি ছিল মাত্র 0.1875mb। তখন থেকে অনেক কম্পিউটারকোম্পানি তাদের মেশিনে ইউএসবি যোগ করা শুরু করে তবে 1998সালে iMac USB ব্যবহারের পর থেকে এ টি জনপ্রিয়।

ইউএসবি ভার্শন সম্পর্কে:
USB 1.0:1996 সালের January টে usb 1.0ছিল প্রথম ভার্সন তবে তাতে কিছু সমস্যা থাকার কারনে খুব দ্রুতই ইউএসবি 1.1 ব্যবহার করা হয় যেটা কম ব্যন্ডউইতে ওয়ান পয়েন্ট ফাইভ এমবিপিএস এবং পুরো ব্যান্ডউইতে 12 এমবিপিএস রান করতে পারে.

ইউএসবি 2.0:পরবর্তী 2000 সালে এপ্রিল মাসে ইউএসবি 2.0 আসে সেটা দ্রুত গতির ইউএসবি ছিল।এটা 480bmpsডাটা ট্র্যান্সফার রেট সাপোর্ট করে এটি দ্রুতগতির চাহিদা পূরণের তাগিদে তৈরি করা হয়েছে।ইউএসবি 2.0 কিছুটা বেশি জনপ্রিয় বহাল যায় কারণ আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ এ কমপক্ষে দুইটা ইউএসবি 2.0 সাপোর্ট আছে।

ইউএসবি 3.0: 2009 সালে USB 3.0ভার্শন আসে জেটা পার সেকেন্ডে 5 গিগাবাইট এমন কি মাঝে মাঝে তার বেশিও ডাটা পরিবহন করতে পারে এটি মূলত কম পাওয়ার এবং উন্নত প্রটোকল এর জন্য তৈরি করা হয়েছে 2013 সালে ইউএসবি 3.0 আপডেট হয়েছে ইউএসবি 3.1 আসে জেটা সুপার স্পিড ইউএসবি অফার করে।কারণ এটা সর্বোচ্চ 10 গিগাবাইট পর্যন্ত ডাটা পরিবহন করতে পারে সর্বশেষ বর্তমানে ইউএসবি 3.2 আছে যেটা প্রতি সেকেন্ডে 20 গিগাবাইট এর মত ডাটা পরিবহন করতে পারে।

বিভিন্ন টাইপের ইউএসবি পোর্ট:
আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এক রকমের ডিজাইন করলে তো ঝামেলা মিটে যায় এত রকমের ইউএসবি করার কি দরকার? আসলে প্রতিটা ডিজাইনের ফাংশনালিটি বিভিন্ন ধরনের হয়। এবং নতুন ডিভাইসের সাথে সংগীত পূর্ণ রেখে বিভিন্ন ধরনের টাইপ তৈরি করা।আমি এখানে মূলত সব থেকে কমন যে ইউএসবি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি।

টাইপ নাম্বার ওয়ান: বেশিরভাগ ক্যাবল এর শেষে টাইপ-A কানেক্ট থাকে। বেশিরভাগ পেরিফেরাল যেমন কিবোর্ড মাউস এ টাইপ কানেক্ট রয়েছে। ব্যক্তিগত কম্পিউটার এর সাধারণত একাধিক টাইপের পোর্ট থাকে এছাড়া বিভিন্ন ডিভাইস এবং চার্জারে টাইপ এ পোর্ট ব্যবহার করা হয় ডাটা পরিবহন ও চার্জ দেওয়ার জন্য।

টাইপ নাম্বার বি
প্রায় বর্গ ক্ষেত্রের মতো কানেক্টর হলো টাইপ বি প্রিন্টার বাই ধরনের ডিভাইস ব্যবহার করে এটি টাইপ এ এর মত বহুল ব্যবহৃত হয় না।

মিনি ইউএসবি
মাইক্রো ইউএসবি আসার পূর্বে মিনি ইউএসবি ছিল মোবাইল ডিভাইসের জন্য সবথেকে স্ট্যান্ডার্ড কানেক্টর এবং এর নাম থেকেই বোঝা যাচ্ছে এটি নিয়মিত ইউএসবি তুলনায় আকারে ছোট এখনো এটি কিছু ক্যামেরায় ব্যবহৃত হচ্ছে।

মাইক্রো ইউএসবি:
বর্তমানে মোবাইল বা পোর্টেবল বিভিন্ন ডিভাইসে এটি স্ট্যান্ডার্ড কানাডা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

টাইপ নাম্বার সি:
ইতিপূর্বে থেকেও বেশি দ্রুত পাওয়ার ও ডাটা পরিবহন করতে পারে এটি বর্তমান বিভিন্ন ল্যাপটপ মোবাইল ও টেবে ব্যবহৃত হচ্ছে।

USB on The Go(OTG):
USB On the go (OTG)এটি অনেকটাই নতুন যেটা সাধারণত বিভিন্ন মোবাইল ও পোর্টেবল ডিভাইস কে একটি পোস্ট হিসেবে আচরণের সুযোগ করে দেয় এই ধরেন আপনার কাছে একটি স্মার্ট ফোন ও ল্যাপটপ আছে এক্ষেত্রে ওটিজি ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করে আপনি আপনার স্মার্টফোনকে ল্যাপটপের একটা এক্সটার্নাল ডিভাইস হিসেবে যুক্ত করে খুব সহজেই করতে পারবেন।

ইউএসবি পোর্ট কি?
ইউএসবি একটি ডিভাইসকে সংযুক্ত করে তাদের মধ্যে ডাটা আদান প্রদানের ব্যবস্থা করে এবং এটি প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাই দিতে সক্ষম।

ইউএসবি হাব কি?
ইউএসবি হাব একটি ডিভাইস যেটি একটা ইউএসবি পোর্টকে অনেকগুলো পোর্টে বিস্তৃত করে যাতে আরো বেশি ডিভাইস সংযুক্ত করা যায় কম্পিউটার সায়েন্স এর ভাষায় একটি লিঙ্গের লোড যেটি একাধিক লিংক প্রদান করে একটি পোর্টের মাধ্যমে অর্থাৎ ইউএসবির মাধ্যমে অনেক বেশি ইউএসবি ক্যাবল সংযুক্ত করার সুযোগ পাওয়া যাবে যেমন ধরেন আপনার ল্যাপটপে মাত্র দুইটা ইউএসবি পোর্ট আছে সে ক্ষেত্রে দরকার হলে এতে হাব যুক্ত করে দুয়ের অধিক ইউএসবি ডিভাইস লাগাতে পারেন

একসাথে কতটি ডিভাইসে ইউএসবি এর মাধ্যমে সংযুক্ত করা সম্ভব একটি সিঙ্গেল ইউএসবি নেটওয়ার্ক সর্বোচ্চ 127 টি কানেকশন করতে পারে। তবে একটা পিসিতে একাধিক ইউএসবি কন্ট্রোলার এতগুলো একসাথে লাগালে প্রয়োজনীয় পাওয়ার পেতে অসুবিধা হতে পারে।

No comments:

Post a Comment

কিভাবে কিবোর্ডের মাধ্যমে দ্রুত কম্পিউটার চালু এবং বন্ধ করার যায়।

কিভাবে কি বোর্ডের মাধ্যমে দ্রুত কম্পিউটার চালু এবং বন্ধ করা যায়।   মাউস বা টাচ প্যাড এর মাধ্যমে কম্পিউটার চালু বা বন্ধ করতে আর ইচ্ছা ক...