BRAKING NEWS
আমাদের ব্লগ সাইটটি একেবারে নতুন সিস্টেম আপডেটের কাজ চলছে প্রতিদিন নিত্য নতুন টিউন পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

Friday, 29 March 2019

কিভাবে TP-LINK রাউটার এর ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন

কিভাবে TP-LINK রাউটার এর ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন।


Tp-link

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না এ জন্য অন্যের শরাপন্ন
হতে হয়।
যাইহোক বন্ধুরা আজ থেকে আপনাকে আর অন্যের কাছে এই কাজটি করিয়ে দিতে হবে না এই কাজটি করার জন্য আপনার একটি পিসি ল্যাপটপ হলে ভালো হয় মোবাইল দিয়ে হলেও কোন সমস্যা নেই তবে ডেক্সটপ কম্পিউটার হলে কার্ডে কানেকশন দিয়ে নিতে হয় আর ল্যাপটপ বা মোবাইলে ওয়াইফাই কানেকশন করে নিবেন।
তো বন্ধুরা আমি বেশি কথা বাড়াবো না সোজা চলে যাচ্ছি মূল কাজে।
1. প্রথমে আপনি আপনার পছন্দের ব্রাউজার এ যান এবার অ্যাড্রেস বার এ গিয়ে লিখুন 192.186.0.1অথবা192.168.1.1বা http:/tplinklogin.net যেটা আপনার রাউটার এ কাজ করে।
এরপর এন্টার দিয়ে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড চাইবে প্রতিটি রাউটার এর জন্য প্রাথমিক ইউজার নেম ও পাসওয়ার্ড হল
User name: admin
Password: admin

নিচে আমি উদাহরণস্বরূপ ছবিটি দিয়ে লিখেছি সেগুলো দেখি নিন

2. এখন নিচের চিত্রের মত বাম পাশে wireless এ ক্লিক করুন, এরপর wireless security যে যান এর ঠিক নিচে WAP-PSK/WPA2-PSK এর আন্ডারে দেখবেন আপনার পুরাতন পাসওয়ার্ডটি দেওয়া আছে।

3.এখন ওইখানে আপনার পুরাতন পাসওয়ার্ড এর পরিবর্তে নতুন পাসওয়ার্ড টি যুক্ত করু।

4. এখন নিচে সেভ বাটনে ক্লিক করে সেভ করে রিস্টার্ট দিন তারপর আপনার কাজ শেষ হতে একটু সময় নিবে  রিস্টার্ট হওয়ার পর পুনরায় আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন ।ধন্যবাদ সবাইকে। 

No comments:

Post a Comment

কিভাবে কিবোর্ডের মাধ্যমে দ্রুত কম্পিউটার চালু এবং বন্ধ করার যায়।

কিভাবে কি বোর্ডের মাধ্যমে দ্রুত কম্পিউটার চালু এবং বন্ধ করা যায়।   মাউস বা টাচ প্যাড এর মাধ্যমে কম্পিউটার চালু বা বন্ধ করতে আর ইচ্ছা ক...