BRAKING NEWS
আমাদের ব্লগ সাইটটি একেবারে নতুন সিস্টেম আপডেটের কাজ চলছে প্রতিদিন নিত্য নতুন টিউন পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

Friday, 29 March 2019

কিভাবে কিবোর্ডের মাধ্যমে দ্রুত কম্পিউটার চালু এবং বন্ধ করার যায়।

কিভাবে কি বোর্ডের মাধ্যমে দ্রুত কম্পিউটার চালু এবং বন্ধ করা যায়।
 
মাউস বা টাচ প্যাড এর মাধ্যমে কম্পিউটার চালু বা বন্ধ করতে আর ইচ্ছা করছে না? অথবা মাউস টাচ পেড্যে সমস্যা হওয়ায় কম্পিউটার বন্ধ করতে ঝামেলায় পরতে হয়? তাছাড়া কি বোর্ডের মাধ্যমে দ্রুত কিভাবে কম্পিউটার
বন্ধ এবং চালু করা যায় তাহলে চলুন জেনে নেয়া যাক। কিভাবে আমরা কিবোর্ড ব্যবহার করে খুব দ্রুত গতিতে কম্পিউটার বন্ধ বা চালু করতে পারি।

 কিবোর্ড ব্যবহার করে কম্পিউটার বন্ধ করার উপায়:
কোন কাজ দ্রুত শেষ করে কম্পিউটার বন্ধ করতে আপনি হোম বাটন চেপে ধরে F4 চাপুন।তারপর একটি নতুন উইন্ডোজ সামনে আসবে সেখানে মাঝে মাঝেই লক্ষ্য করুন শাটডাউন লেখা আছে কিংবা নিচে ওকে বাটন সিলেক্ট হয়ে আছে এখন শুধু ইন্টার বাটন চাপলেই কম্পিউটার বন্ধ হয়ে যাবে
অথবা উইন্ডোজ কি চেপে ধরে প্রেস করুন R সঙ্গে সঙ্গে RUN কমান্ড চালু হয়ে যাবে সেখানে টাইপ করুন শাটডাউন (স্পেস)-s স্পেস -tস্পেস 00 যেমন shutdown -s -t 00 তারপর এন্টার চাপুন কম্পিউটার  কি বন্ধ হয়ে যাবে

অথবা
উইন্ডোজ কী চেপে ধরে প্রেস করুন R সঙ্গে সঙ্গে Run কমান্ড চালু হয়ে যাবে। সেখানে টাইপ করুন shutdown (স্পেস) -s (স্পেস) -t (স্পেস) 00 (জিরো জিরো) (যেমন shutdown -s -t 00) তারপর Enter কী চাপুন কম্পিউটার বন্ধ হয়ে যাবে।

কিবোর্ড ব্যবহার করে কম্পিউটার চালু করার উপায় অনেক সময় কম্পিউটারের পাওয়ার বাটন নষ্ট হয় বা কোন সমস্যা দেখা দিলে কম্পিউটার চালু করতে বেশ ঝামেলায় পড়তে হয় তাই কীবোর্ড ব্যবহার করে সহজেই আপনার কম্পিউটার চালু করতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে কিছু কাজ করতে হবে যেমন প্রথমে কম্পিউটার চালু থাকা অবস্থায় বা চালু হওয়ার সময় কি বোর্ড থেকে ডিলিট বাটন চেপে ধরতে হবে।এর ফলে কিছুক্ষণের মধ্যেই মনিটরে বায়োসের একটি পেজ ওপেন হবে সেই পেজ থেকে পাওয়ার ম্যানেজমেন্ট সেটআপ চাপতে হবে সেখানে পাওয়ার অন মাই কীবোর্ড নির্বাচন করে আবার এন্টার চাপতে হবে এরপর পাসওয়ার্ড দিয়ে আবারও এন্টার চাপতে হবে।পাসওয়ার্ড দেওয়ার সময় কি বোর্ড থেকে নিজের পছন্দমতো যেকোনো একটি কি বাটন কে পাসওয়ার্ড হিসেবে নির্বাচিত করতে হবে তারপর কি বোর্ড থেকে F10 বাটনটি চেপে বের হয়ে আসতে হবে এখন থেকে নিজের নির্বাচিত কি চেপে খুব সহজে কম্পিউটার টি চালু করতে পারবেন ।

তাহলে কি বোর্ড ব্যবহার করে আপনি কম্পিউটার অন অফ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment

কিভাবে কিবোর্ডের মাধ্যমে দ্রুত কম্পিউটার চালু এবং বন্ধ করার যায়।

কিভাবে কি বোর্ডের মাধ্যমে দ্রুত কম্পিউটার চালু এবং বন্ধ করা যায়।   মাউস বা টাচ প্যাড এর মাধ্যমে কম্পিউটার চালু বা বন্ধ করতে আর ইচ্ছা ক...